Site icon Jamuna Television

আওয়ামী লীগ সম্মেলনে বক্তব্য দেয়া নিয়ে সংঘর্ষ, আহত ৫

কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমূলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ইউপি চেয়ারম্যান, ছাত্রলীগ নেতাসহ কমপক্ষে ৫জন আহত হয়েছে। আহতদের দুইজনকে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সোমবার দুপুরে বিলজানি বাজারে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, শিমুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন শুরু হয় দুপুরে। এ সময় স্থানীয় সাংসদ সেলিম আলতাফ জর্জ, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান ও সাধারণ সম্পাদক আজগর আলীসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।

এ সময় খোকসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতারকে উদ্দেশ্য করে জেলা
আওয়ামী লীগ সভাপতি সদর খানের অনুসারী এক নেতা বক্তব্য শুরু করলে উত্তেজনা
শুরু হয়। এ সময় বাবুল আখতারের লোকজন চেয়ার তুলে হামলা শুরু করে।

এতে ওসমানপুর ইউনিয়নের চেয়ারম্যান আনিচুর রহমান, উপজেলা ছাত্রলীগের
সভাপতি শিমূল, স্থানীয় নেতা রফিকুল ইসলামহ ৫ জন আহত হয়েছে।

Exit mobile version