Site icon Jamuna Television

এবার যৌথভাবে বুকার পুরস্কার পেলেন অটউড ও এভারইসটো

প্রথা ভেঙে এবার যৌথভাবে বুকার পুরস্কার পেলেন কানাডিয়ান ঔপন্যাসিক মার্গারেট অটউড(৭৯) ও ব্রিটিশ লেখক বার্নারডাইন এভারইসটো(৬০)।

বিচারকরা খুব চেষ্টা করেছেন যাতে বুকার পুরস্কারের রীতিনীতি রক্ষা করা যায়। যেকোনো একজনকে দেয়া হয় পুরস্কারটি। বিগত ৩০ বছরের মধ্যে এবারই প্রথম যৌথভাবে প্রায় ৬৩ হাজার মার্কিন ডলার সমমূল্যের বুকার পুরস্কার জিতলেন এ দুজন। খরর দ্য গার্ডিয়ানের।

টেস্টামেন্টস সিরিজের দ্য হ্যান্ডমেইডেস টেল উপন্যাসের জন্য অটউড এবং গার্ল, ওম্যান, আদার বইটির জন্য বার্নারডাইনকে পুরস্কৃত করা হয়।

কালো নারী হিসেবে বার্নারডাইন এভারইসটোই প্রথম জিতলেন বুকার। অন্যদিকে সবচেয়ে বয়স্ক বুকারজয়ীর খেতাব পেলেন মার্গারেট অটউড।

কানাডিয়ান এই লেখক এর আগে ২০০০ সালে তার ব্লাইন্ড অ্যাসাসিয়ান বইয়ের জন্যও বুকার জিতেছিলেন। দুটি বুকার পাওয়ার তালিকায় তিনি চতুর্থ।

চলতি বছর বুকার পুরস্কারের জন্য সংক্ষিপ্ত তালিকায় ছিল ছয়জনের নাম। বুকার পুরস্কারের সাহিত্য পরিচালক বিচারকদের বারবার অনুরোধ করেছিলেন যাতে যেকোনো একজনকে দেয়া হয় ইংরেজি সাহিত্যের মর্যাদাপূর্ণ এ পুরস্কারটি।

তবে বিচারকরা সে নিয়ম রক্ষা করতে পারেননি। বাধ্য হয়ে বিচারক প্যানেলের চেয়ারম্যান পেটার ফ্লোরেন্স বুকারজয়ী হিসেবে অটউড ও বার্নারডাইনের নাম ঘোষণা করেন।

Exit mobile version