Site icon Jamuna Television

মানবতাবিরোধী অপরাধে গাইবান্ধার রন্জু মিয়াসহ পাঁচ জনের মৃত্যুদণ্ড

মানবতাবিরোধী অপরাধের মামলায় গাইবান্ধার রন্জু মিয়াসহ পাঁচ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সকালে বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন।

গত ২১ জুলাই মামলার শুনানি শেষে রায় ঘোষণার জন্য অপেক্ষমান রাখেন ট্রাইব্যুনাল। সোমবার বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় ঘোষণার জন্য এই দিন ধার্য করেন।

ছয় আসামির মধ্যে মো. রঞ্জু মিয়া কারাগারে। বাকিরা পলাতক। তারা হলেন, রাজাকার কমান্ডার আবদুল জব্বার, মো. জাফিজার রহমান খোকা, মো. আবদুল ওয়াহেদ মণ্ডল, মো. মমতাজ আলী বেপারি মমতাজ ও মো. আজগর হোসেন খান। এদের মধ্যে আজগর হোসেন খান মারা গেছেন।

Exit mobile version