Site icon Jamuna Television

ট্রাক চাপায় অটোরিক্সার আরোহী নিহত

টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের বাসাইলে ট্রাকের চাপায় সিএনজি চালিত অটোরিক্সার এক আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছে। আজ সকাল সাড়ে ১০টার দিকে বাসাইল-সখীপুর সড়কের হান্দুলি পাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহতের নাম রফিকুল ইসলাম (৪০)। তার বাড়ি সখীপুরের বেড়বাড়ি গ্রামে।

বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম তুহিন আলী জানান, সিএনজি চালিত অটোরিক্সাটি সখীপুরের বেড়বাড়ি থেকে টাঙ্গাইল যাওয়ার পথে বাসাইল উপজেলার হান্দুলি পাড়া এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সিএনজি চালিত অটোরিক্সাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই রফিকুল মারা যায়।

আহতরা হলেন নিহত রফিকুলের বাবা হারুন অর রশিদ (৭০), একই এলাকার অটো রিক্সার চালক দেলোয়ার হোসেন (৪০), সখীপুরের দাড়িয়াপুর গ্রামের আরিফুল ইসলাম (৪০), একই গ্রামের পারুল বেগম (৪০) ও লিলি বেগম (৩২)।

আহতদের বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Exit mobile version