Site icon Jamuna Television

সম্রাটের ১০ দিনের রিমান্ড

ঢাকা মহানগর দক্ষিণের যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের ১০ দিন রিমান্ড দিয়েছেন আদালত। একই সাথে তার সহযোগী দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সহসভাপতি এনামুল হক আরমানকেও ৫ দিনের রিমান্ড দেয় আদালত।

সকালে রিমান্ড আবেদনের শুনানির জন্য তাদের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। সম্রাটের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনের পৃথক দুই মামলায় ১০ দিন করে মোট ২০ দিনের রিমান্ড চায় পুলিশ। আদালত ১০ দিনের রিমান্ড মঞ্জুর করে।

আরমানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ১০ দিন রিমান্ড আবেদন করলে আদালত ৫ দিনের রিমান্ড দেয়।

এর আগে সম্রাটকে ৯ অক্টোবর আদালতে নেয়ার কথা ছিলো। কিন্তু হাসপাতালে চিকিৎসাধীন থাকায় ওই দিন সম্রাটকে আদালতে হাজির করা হয়নি।

Exit mobile version