Site icon Jamuna Television

বাস-থ্রি হুইলার সংঘর্ষে নিহত ২

বরিশালে বাস-থ্রি হুইলার সংঘর্ষে এক নারী সহ ২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৫জন। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে বরিশালের কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদ সংলগ্ন নগরীর সিএ্যান্ডবি রোডে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই থ্রি হুইলারের যাত্রী ছিলেন।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, নথুল্লাবাদ থেকে শিক্ষার্থীদের নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে যাচ্ছিলো বিআরটিসির একটি বাস। যাত্রী নিয়ে রূপাতলী বাসস্ট্যান্ড থেকে ছেড়ে আসা থ্রি হুইলার আলফা মাহিন্দ্রার সাথে পথিমধ্যে বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন মাহিন্দ্রার যাত্রী আব্দুল খালেক। আহতদের উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় নিপা মিস্ত্রী নামে আরো এক যাত্রীর।

অপর আহত শাফিন, ফয়সাল, রাজিব, হৃদয় ও ইলিয়াসকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসটি আটক করা হলেও চালক পালিয়েছে।

Exit mobile version