Site icon Jamuna Television

ভারতে পালিয়ে যাওয়ার সময় আবরার হত্যা মামলার আসামি গ্রেফতার

হিলি প্রতিনিধি
বুয়েট ছাত্র আবরার হত্যা মামলার এজাহার ভুক্ত আসামি নাজমুস সামসকে দিনাজপুরের বিরামপুর সীমান্ত থেকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে উপজেলার সীমান্তবর্তী কাঠলা এলাকা দিয়ে ভারতে পালিয়ে যাবার সময় তাকে আটক করা হয়। আটককৃত নাজমুস সামসের বাড়ি জয়পুরহাটে বলে জানাগেছে। আটকের পর তাকে ঢাকা গোয়েন্দা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।

বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, আবরার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি নাজমুস সামস বিরামপুরের কাঠলা সীমান্ত পথ ব্যবহার করে ভারতে পালিয়ে যাওয়ার গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা গোয়েন্দা পুলিশের একটি দল বিরামপুর থানার সহযোগিতায় উপজেলার কাঠলা গ্রামে তার আত্মীয় জনৈক রফিকুলের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সে কয়েকদিন ধরে সেখানে অবস্থান করছিল ও ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তার বাড়ি জয়পুরহাটে বলে পুলিশ জানায়, পরে তাকে ঢাকা থেকে আসা গোয়েন্দা পুলিশ ঢাকায় নিয়ে যায়।

Exit mobile version