Site icon Jamuna Television

ছিনতাইকারীর কবলে মা, কোল থেকে পড়ে শিশুর মৃত্যু

ছিনতাইকারীর কবলে পড়ে ঝরলো আরো একটি প্রাণ। এবার জীবন দিলো ৬ মাসের এক শিশু। সকালে রাজধানীর দয়াগঞ্জে ছিনতাইকারীরা এক মহিলার ওপর চড়াও হলে, তার কোল থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় শিশু আরাফাতের।

ভোরে শিশুটির বাবা শাহ আলম ও মা আকলিমা বেগম শরীয়তপুর থেকে লঞ্চে ঢাকায় আসেন। দু’বছর বয়সী আরেক সন্তান আল-আমিনের চিকিৎসার জন্যই ঢাকায় আসেন তারা। শাহ আলম অসুস্থ ছেলেকে নিয়ে এক রিকশায় এবং অন্য রিক্সায় ছিলেন স্ত্রী ও ৬ মাসের শিশুটি। রিকশাটি দয়াগঞ্জের ঢালে পৌঁছালে তিন-চারজন ছিনতাইকারী আকলিমার হাতব্যাগ ধরে টান দেয়। আকলিমার কোলে থাকা ছয় মাসের শিশু আরাফাত ছিটকে রাস্তায় পড়ে যায়। পরে গুরুতর আঘাতপ্রাপ্ত শিশুটিকে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Exit mobile version