Site icon Jamuna Television

পণ্যের মূল্য তালিকা না থাকায় ৩ দোকানির জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

পণ্যের মূল্য তালিকা ও পণ্যের উৎপাদন এবং মেয়াদোত্তীর্ণ তারিখ না থাকায় ব্রাহ্মণবাড়িয়ায় তিন মুদি দোকানিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পঙ্কজ বড়ুয়া শহরের আনন্দবাজার ও জগতবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত শহরের আনন্দবাজার ও জগত বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলে। এ সময় পণ্যের মূল্য তালিকা ও পণ্যের উৎপাদন এবং মেয়াদোত্তীর্ণ তারিখ উল্লেখ না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় তুলশী সাহা, আবুল কাশেম ও মাজেদুল নামে তিন মুদি দোকানিকে পাঁচ হাজার টাকা করে জরিমানর করা হয়।

ইউএনও পঙ্কজ বড়ুয়া জানান, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালতের পরিচালনা করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে।

Exit mobile version