Site icon Jamuna Television

বাস থেকে ধাক্কা মেরে ফেলে দেয়ায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু

গাজীপুরের টঙ্গীর মিলগেইট এলাকায় ভিআইপি বাসের ধাক্কায় মো. হাবিবুর রহমান (১৯) এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়। আজ মঙ্গবার সকাল সাড়ে ৮টার সময় মিলগেইট থেকে কলেজ গেইট যাওয়ার পথে এ ঘটনাটি ঘটে। নিহত হাবিবুর রহমান নোয়াখালীর সেলিম মিয়ার বড় ছেলে। তারা স্ব-পরিবার টঙ্গীর মিলগেইট এলাকায় ভাড়া বাড়ি নিয়ে বসবাস করে আসছে।

জানা যায়, কলেজে যাওয়ার পথে ভাড়া নিয়ে কথা কাটাকাটির এক সময় ভিআইপি বাসের হেল্পার কলেজ শিক্ষার্থীকে ধাক্কা দিলে বাসের নিচে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন এসে শিক্ষার্থীকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ৩টার দিকে সে মারা যায়। খবর পেয়ে তার সহপাঠিরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

Exit mobile version