Site icon Jamuna Television

ছাত্রলীগ-যুবলীগের তাণ্ডবে দেশের মানুষ জর্জরিত: মওদুদ ও গয়েশ্বর

ছাত্রলীগ-যুবলীগের তাণ্ডবে দেশের মানুষ জর্জরিত উল্লেখ করে বিএনপি নেতারা বলেছেন ব্যাংক, শেয়ার বাজারসহ সর্বক্ষেত্রে সরকারের প্রত্যক্ষ মদদেই দুর্নীতি চলছে।

জাতীয় প্রেসক্লাবে বুয়েট ছাত্র আবরার স্মরণে ২০ দলীয় জোট আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপি নেতা ব্যরিস্টার মওদুদ আহমদ ও গয়েশ্বর চন্দ্র রায়।

তারা বলেন, ছাত্রলীগ বিশ্ববিদ্যালয়ের হলে হলে টর্চার সেল তৈরি করে ভিন্নমতের এবং নিরীহ ছাত্রদের উপর নির্মম নির্যাতন চালাচ্ছে। ভারতের সাথে দেশবিরোধী চুক্তির অভিযোগ করে সরকারের কঠোর সমালোচনা করেন বিএনপি নেতারা।

২০ দলীয় জোটের অন্যতম শরীক জামায়াতের নায়েবে আমির অধ্যাপক গোলাম পরোয়ার বলেন দেশ জাতির স্বার্থ নিয়ে কথা বলাতেই জীবন দিতে হয়েছে আবরারকে।সারাদশে পুলিশকে দিয়ে বিরোধী নেতাকর্মীদের উপর নির্মম নির্যাতন চালানো হচ্ছে বলেও অভিযোগ করা হয়।

Exit mobile version