Site icon Jamuna Television

ইটিই বিভাগকে ট্রিপল-ই বিভাগে রূপান্তরের দাবিতে পাবিপ্রবিতে বিক্ষোভ, ডীন অবরুদ্ধ

পাবনা প্রতিনিধি:

ইটিই বিভাগকে ট্রিপল-ই বিভাগের রূপান্তরের দাবিতে আন্দোলন করছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইটিই বিভাগের শিক্ষার্থীরা।

আজ দুপুরে ক্লাস-পরীক্ষা বর্জন করে বিভাগের বিভিন্ন কক্ষে তালা ঝুলিয়ে বিক্ষোভ শুরু করেন ইটিই শিক্ষার্থীরা। এ সময় প্রকৌশল অনুষদের ডীন ড. শেখ রাসেল আল আহম্মেদ সহ তিন শিক্ষককে অবরুদ্ধ করে বিভাগের সামনে অবস্থান নেন।

বিকেল তিনটা পর্যন্ত শিক্ষার্থীরা ডীনকে অবরুদ্ধ করে অবস্থান কর্মসূচী পালন করছিলেন।

তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত তাদের দাবি মেনে নেয়ার আশ্বাস দেয়া হয়নি।

শিক্ষার্থীরা বলছেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে একই দাবি বাস্তবায়ন করা হলেও পাবনায় সেটা বাস্তবায়ন না করে প্রশাসন শুধু আশ্বাস দিয়ে যাচ্ছে। তাই তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

উল্লেখ্য, গত প্রায় দেড় মাস ধরে ক্লাস পরীক্ষা বর্জন করে ইটিই বিভাগকে ট্রিপল-ই তে রূপান্তরের দাবিতে বিভিন্ন কর্মসূচী পালন করছেন বিভাগের শিক্ষার্থীরা।

Exit mobile version