Site icon Jamuna Television

সাভারে র‌্যাবের অভিযানে এক জঙ্গি আটক

সাভারে র‌্যাবের অভিযানে হাফেজ মাহফুজুর রহমান নামে এক ‘প্রশিক্ষিত জঙ্গি’কে আটক করা হয়েছে। সে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের সদস্য বলে জানিয়েছে র‌্যাব।

মঙ্গলবার সন্ধ্যায় সাভার বাসস্ট্যান্ড এলাকার আর এফ টাওয়ারের একটি দোকানে অভিযান চালিয়ে তাকে আটক করে র‌্যাব-২।

এসময় তার কাছ থেকে বেশ কিছু জিহাদি বই, প্রশিক্ষণ নেয়ার ভিডিও সিডি, একটি ল্যাপটপ ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

র‌্যাব-২ এর সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকী বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকালে মোবাইল নম্বর ট্র্যাকিং করে অভিযান জালিয়ে তাকে আটক করা হয়।

হাফেজ মাহফুজুর রহমানের বাড়ি মানিকগঞ্জের ঘিওরে। তার বাবার নাম আব্দুর রহমান। সে ২০০৪ থেকে এই সংগঠনের সঙ্গে জড়িত। এখানে দীর্ঘদিন ধরে আত্মগোপন করেছিলো। তার দেওয়া তথ্যে বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

Exit mobile version