Site icon Jamuna Television

৩৭ মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

ফেনীতে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ ৩৭ মামলার আসামি ইকবাল হোসেন নিহত হয়েছেন। গতরাতে সোনাগাজীর সাড়াইতকান্দি এলাকায় এই ঘটনা ঘটে।

ডিবি পুলিশ জানায়, সাড়াইতকান্দি এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো একদল ডাকাত। খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় ডাকাতরা। পাল্টা জবাব দেয় পুলিশও। এক পর্যায়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হন ইকবাল। ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র ও ৩ রাউন্ড গুলি উদ্ধারের দাবি করা হয়েছে।

পুলিশ জানায়, ডাকাত সর্দার ইকবালের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩৭ মামলা রয়েছে।

Exit mobile version