Site icon Jamuna Television

আজ থেকে লালন উৎসব শুরু

ফকির লালন শাহের তিরোধান দিবস উপলক্ষে আজ থেকে শুরু হয়েছে তিন দিনের লালন উৎসব।

কুষ্টিয়ার কুমারখালী ছেঁউড়িয়া মরাকালি নদীর পারের লালন আখড়াবাড়িতে এ উৎসব চলছে। আয়োজনটি চলবে ১৮ অক্টোবর পর্যন্ত। উৎসব ঘিরে এখন আখড়াবাড়িজুড়ে সাজসাজ রব।

বাউল সম্রাট ফকির লালন শাহের কথা ‘বাড়ির কাছে আরশিনগর, সেথা এক ঘর পড়শি বসত করে’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের মেলার আয়োজন করেছে লালন একাডেমি।

উৎসবে দূরদূরান্ত থেকে বাউলদের থাকা খাওয়াসহ যাবতীয় দায়িত্ব নিয়েছে জেলা প্রশাসন ও লালন একাডেমি।

Exit mobile version