Site icon Jamuna Television

পূর্ব শত্রুতার জের ধরে কিশোরকে কুপিয়ে হত্যা

নেত্রকোণার দুর্গাপুরে পূর্ব শত্রুতার জের ধরে কাওসার হোসেন নামে এক কিশোরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত রাতে পৌর শহরের পুলিশ মোড় এলাকায় এই ঘটনা ঘটে।

স্বজনদের অভিযোগ, কাওসারের মোটরসাইকেল গ্যারেজে গিয়ে সুসং ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মেহেদী হাসানসহ কয়েকজন দুর্বৃত্ত তাকে কুপিয়ে আহত করে। ময়মনসিংহ মেডিকেলে নেয়া হলে চিকিৎসক কাওসারকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জেলা বিএনপি’র সহ সভাপতি আবু চাঁন’সহ ৫ জনকে আটক করেছে পুলিশ।

পূর্ব শত্রুতার জের ধরে কাওসারকে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের।

Exit mobile version