বান্দরবানে সংগীত শিল্পী পঙ্কজ ক্রান্তি দেবনাথ ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। পুলিশের ধারণা,তিনি আত্মহত্যা করেছেন।
জানা গেছে, বুধবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে আত্মহত্যার আগে রশি গলায় দিয়ে ঝুলে পড়ছেন এমন একটি ভিডিও তার এক বন্ধুকে ফেসবুক ম্যাসেঞ্জারে পাঠান। ওই সময় তাকে বলতে শোনা যায়— ‘বাই,ভালো থাকিস, বেঁচে থেকে তো মুক্তি পেতে পারবো না, তাই এই ভাবেই মুক্তি পেতে চাই।’ এ সময় তার মাথার ওপর দড়ি ঝুললেও তাকে খুব স্বাভাবিক অবস্থায় দেখা যায়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গতরাতে পঙ্কজ তার বন্ধুদের সাথে ভিডিও কলে কথা বলেন। মানসিকভাবে ভেঙে পড়ার কথা জানান বন্ধুদের। বলেন আর বেঁচে থাকতে চান না তিনি। পরে বন্ধুরা তার বাসায় গিয়ে ফ্যানের সাথে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে। দ্রুত উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পঙ্কজ ২০১৩ সালে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সংগীতানুষ্ঠান বাংলাদেশ আইডলে অংশ নিয়ে অষ্টম হয়েছিলেন। গান গাওয়ার পাশাপাশি তিনি স্থানীয় একটি পশু হাসপাতালে কর্মরত ছিলেন।

