Site icon Jamuna Television

স্কুলজীবন থেকেই শিক্ষার্থীদের ট্রাফিক আইন শিক্ষা দিন: প্রধানমন্ত্রী

দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সড়ক নেটওয়ার্ক গড়ে তুলছে সরকার। রাজধানীকে ঘিরে সড়ক ব্যবস্থা ঢেলে সাজানো হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দুর্ঘটনা এড়াতে চালকের পাশাপাশি পথচারী ও যাত্রীকেও সচেতন হতে হবে। স্কুলজীবন থেকেই শিক্ষার্থীদের ট্রাফিক আইন সম্পর্কে শিক্ষা দেয়ার তাগিদ দেন তিনি।

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকায় সব ক্ষেত্রে উন্নয়ন দৃশ্যমান হচ্ছে। পরে প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে ১৩টি সেতুর উদ্বোধন করেন।

এছাড়া ময়মনসিংহ-গফরগাঁও-টোক সড়কে পিসি গার্ডার সেতু, ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার জাতীয় মহাসড়কে ইন্দ্রপুল হতে চক্রশালা পর্যন্ত বাঁক সরলীকরণ, সাতক্ষীরা শহর বাইপাস সড়ক, ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতায় ফ্লাইওভারের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

Exit mobile version