Site icon Jamuna Television

১২ বছর ধরে কয়েন জমিয়ে জন্ম দিনে মাকে ফ্রিজ উপহার

ছেলে হিসেবে মাকে ভালোবাসার নজির পৃথিবীতে অনেক রয়েছে। তেমনি এক কলেজ ছাত্র ১২ বছর ধরে ১ টাকা ২ টাকা করে জমিয়ে মায়ের জন্মদিনে ফ্রিজ উপহার দিয়েছেন। এ ঘটনা ঘটেছে ভারতের যোধপুরের সাহারানপুরে।

জানা যায়, ২০০৭ সালে রাম সিংয়ের বয়স যখন পাঁচ। তখন থেকেই কয়েন জমানো শুরু করে, ১২ বছর পর সেই সমস্ত কয়েনের ওজন গিয়ে দাঁড়ায় ৩৫ কেজিতে। জন্মদিনে মাকে ফ্রিজ উপহার দিতে সেই ৩৫ কেজি কয়েন নিয়ে রাম সিং সোজা হাজির হয় শোরুমে। প্রায় চার ঘণ্টা ধরে কয়েন গুনে দেখা গেলো রাম সিংয়ের কাছে রয়েছে ১৩,‌৫০০ টাকা। পছন্দমতো ফ্রিজ কিনতে হলে আরও ২ হাজার টাকা দরকার।

পরে শোরুমের মালিক সব কথা শুনে অভিভূত হয়ে পড়েন। আরও বেশি ছাড় দিয়ে ১৩,‌৫০০ টাকাতেই ফ্রিজটি তুলে দেন রাম সিংয়ের হাতে। মায়ের প্রতি ভালবাসা দেখে শোরুম মালিক হরিকৃষ্ণাণ খাতরি সব কয়েন নিয়ে নেন।

Exit mobile version