Site icon Jamuna Television

গরুর বদলে নারীর প্রতি মনোযোগ দিন, মোদিকে তরুণী

নাগাল্যান্ডের রাজধানীতে ‘মিস কোহিমা প্যাজেন্ট’ প্রতিযোগিতায় এক প্রতিযোগীর কথা সামাজিক যোগাযোগ মাধ্যেমে ভাইরাল হয়ে পড়েছে।

জানা যায়, প্রশ্নোত্তর পর্ব প্রতিযোগী ভিকুওনুও সাচুকে (১৮) প্রশ্ন করা হয় যদি প্রধানমন্ত্রীর সঙ্গে বার্তালাপ করার সুযোগ পান, আপনি তাঁকে কী বলবেন? ভিকুওনুও বলেন, “যদি আমি দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপচারিতার আমন্ত্রণ পাই, তবে আমি তাঁকে বলব, গরুদের থেকে নারীদের দিকে বেশি নজর দিন।”

এই প্রশ্ন উত্তর পর্বের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যাওয়ার পরই ভাইরাল হয়ে পড়ে। ১৪ অক্টোবর পোস্ট হওয়া ভিডিওটি প্রায় ৯৫ লক্ষ বার দেখা হয়েছে। সেই সাথে চলছে লাইক শেয়ার ও কমেন্ট।

‘নাগাল্যান্ড পোস্ট’ থেকে জানা গেছে, ভিকুওনুয়ো সাচু দ্বিতীয় রানার আপ হয়েছেন ওই প্রতিযোগিতায়।

Exit mobile version