Site icon Jamuna Television

পুলিশ ফাঁড়িতে আসামির মৃত্যু: পুলিশ-এলাকাবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ

রংপুরের পীরগঞ্জে পুলিশ ফাঁড়িতে এক আসামির রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে পুলিশ-এলাকাবাসী দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে এএসপিসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে চোলাই মদসহ শামসুলকে আটকের পর রাখা হয় ভ্যান্ডাবাড়ি পুলিশ ফাঁড়িতে। সেখানে সকালে রহস্যজনক মৃত্যু হয় শামসুলের। এ খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ হয় এলাকাবাসী। ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ করেন তারা। একপর্যায়ে পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েন স্থানীয়রা। প্রায় ত্রিশ রাউন্ড রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

পুলিশের দাবি, আত্মহত্যা করেছেন শাসমুল। তবে ময়নাতদন্তের পর জানা যাবে মৃত্যুর কারণ। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

Exit mobile version