Site icon Jamuna Television

নওগাঁ সীমান্তে ভারতীয় মালামাল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:

নওগাঁ সীমান্ত এলাকা থেকে ১১ লাখ ৩৯ হাজার টাকার ভারতীয় মালামাল উদ্ধার করেছে ১৪ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

বুধবার (১৬ অক্টোবর) দুপুরে বিজিবি’র এক প্রেস বিজ্ঞপ্তিতে পত্নীতলা ১৪ বিজিবি’র অধিনায়ক (সিও) লে. কর্নেল মো. জাহিদ হাসান এই তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কড়িয়া বিওপি’র একটি টহল দল সীমান্ত পিলার ২৭৯ হতে আনুমানিক ০৩ কি.মি বাংলাদেশের অভ্যন্তরে পারুইল নামক এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় পরিত্যক্ত অবস্থা থেকে ১ হাজার ৬৬০ পিস ভারতীয় গ্লোব গোল্ড বাংলিশ চুড়ি, ৪ হাজার ৫৪০ পিস ভারতীয় সিটি গোল্ড চুড়ি, ৯ টি শাড়ি ও ২ টি পুরাতন বাইসাইকেল উদ্ধার করা হয়।

উদ্ধার মালালামালগুলো হিলি শুল্ক অফিসে জমা দেওয়া হবে বলেও জানান সিও।

Exit mobile version