Site icon Jamuna Television

আপন জুয়েলার্সের মালিকদের জামিন স্থগিত

আপন জুয়েলার্সের তিন মালিককে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করেছেন অবকাশকালীন চেম্বার আদালত।

এর আগে, গত ১৫ ডিসেম্বর ২০১৭ অর্থ পাচারসহ বিভিন্ন অভিযোগে রাজধানীর চার থানায় শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের করা পাঁচ মামলার মধ্যে তিনটিতে দিলদার আহমেদসহ আপন জুয়েলার্সের তিন মালিককে জামিন দিয়েছিলেন হাইকোর্ট। অপর দুই আসামি হলেন- গুলজার আহমেদ ও আজাদ আহমেদ।

উল্লেখ্য, গত মে মাসের শেষ দিকে আপন জুয়েলার্সের বিভিন্ন শোরুম থেকে ১৫ দশমিক ৩ মণ স্বর্ণ এবং ৭ হাজার ৩৬৯টি হীরার অলংকার জব্দ করে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর। এরপর ১২ আগস্ট প্রতিষ্ঠানের মালিক তিন ভাই দিলদার আহমেদ, গুলজার আহমেদ ও আজাদ আহমেদের বিরুদ্ধে অর্থ পাচারসহ বিভিন্ন অভিযোগে পাঁচটি মামলা করা হয়।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version