Site icon Jamuna Television

পার্বত্য চট্টগ্রামের সকল জনপ্রতিনিধিদের নিয়ে বিশেষ সভা

তিন পার্বত্য জেলার এমপি, চেয়ারম্যান, হেডম্যান, কার্বারীদের নিয়ে বিশেষ সভা করছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৃহস্পতিবার সকাল ১১ টায় সভা শুরু হয়।

সভার শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১৯৯৭ সালে পার্বত্য শান্তি চুক্তির পর পাহাড়ে শান্তি সুবাতাস বইতে শুরু করেছিলো। কিন্তু সম্প্রতি সময়ে পাহাড়ে হঠাৎ করে রক্তপাত শুরু হয়। এটি কিভাবে বন্ধ করা যায় সে বিষয়ে পার্বত্য এলাকার জনপ্রতিনিধিদের মতামত গ্রহণ করা জরুরী। প্রধানমন্ত্রীর নির্দেশে এ সভা অনুষ্ঠিত হচ্ছে। এ সভার আলোকে পাহাড়ে কিভাবে শান্তি প্রতিষ্ঠা করা যায় সে বিষয়ে পরামর্শ নেওয়া হবে। এজন্য জনপ্রতিনিধিদের মতামত প্রত্যাশা করেন মন্ত্রী।

সভাটির সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উ শৈ শিং এমপি। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত আছেন, স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সচিব কামাল উদ্দিন আহমদ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মেসবাহুল ইসলাম, রাঙামাটি আসনের এমপি দীপংকর তালুকদার, খাগড়াছড়ি সংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা, মহিলা সংসদ বাসন্তি চাকমা, র‌্যাবের মহা পরিচালক বেনজির আহমদ, বর্ডার গার্ড বিজিবি মহা পরিচালক সাফিনুল ইসলাম, পুলিশের মহা পরিচালক ড. মো. জাবেদ পাটোয়ারী, চট্টগ্রাম ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল এসএম মতিউর রহমান, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আব্দুল মান্নান, পুলিশের চট্টগ্রাম বিভাগের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, চাকমা সার্কেল চীফ ব্যারিষ্টার দেবাশীষ রায়, তিন পার্বত্য জেলা প্রশাসক, তিন জেলা পরিষদের চেয়ারম্যান, তিন পার্বত্য জেলা প্রশাসক, তিন জেলার সেনা রিজিয়ন কমান্ডার, তিন পার্বত্য জেলার পুলিশ সুপার, তিন পার্বত্য জেলার বিজিবি সেক্টর কমান্ডার ছাড়াও তিন জেলার সকল, উপজেলা, ইউনিয়ন চেয়ারম্যানরা উপস্থিত আছে।

Exit mobile version