Site icon Jamuna Television

আবরার হত্যার প্রতিবাদে সাবেক ডাকসু নেতাদের মানববন্ধন

বুয়েট শিক্ষার্থী আবরার হত্যার ঘটনায় প্রমাণ করে বর্তমান সরকার জনগনের নিরাপত্তা দিতে ব্যর্থ এমন মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি ও জিএসরা।

সকালে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে সাবেক ডাকসু নেতৃবৃন্দ আয়োজিত মানববন্ধনে এমন মন্তব্য করেন তারা।

মানববন্ধনে অংশ নিয়ে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেন, এই সরকারে শাসনামলে গণতান্ত্রিক অধিকার ভুলুন্ঠিত হয়েছে। অন্যথায় দেশের গণতন্ত্র কখনোই মুক্ত হবে না বলে মন্তব্য করেন তিনি।

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, দেশজুড়ে ছাত্রলীগের নির্যাতন চলছে। আবরার হত্যার প্রতিবাদে সোহরাওয়ার্দী উদ্যানে ঐক্যফ্রন্টের সমাবেশ হবেই বলে জানান তিনি।

জাসদ সভাপতি আ স ম আবদুর রব বলেন, বিরোধীমত দমনই আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক এজেন্ডা।

Exit mobile version