Site icon Jamuna Television

প্রধানমন্ত্রীর সাথে ফিফা সভাপতি সাক্ষাৎ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এসময় তারা বাংলাদেশের ফুটবলের উন্নতি ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন তারা।

প্রধানমন্ত্রী বাংলাদেশের ফুটবলের সম্প্রতি উন্নতির কথা তুলে ধরেন। প্রধানমন্ত্রী ক্রীড়াঙ্গনের উন্নতির জন্য তার নেয়া পদক্ষেপের কথাও উল্লেখ করেন।

ফিফা সভাপতি তার সংস্থা থেকে সর্বোচ্চ সহযোগিতার কথা জানান। এর আগে ভোরে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। কাতারে বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার আগেই এশিয়া সফর করছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তারই অংশ হিসেবে বাংলাদেশে আগমন তার।

Exit mobile version