Site icon Jamuna Television

রাজবাড়ীতে বাস থেকে ৮ রোহিঙ্গা আটক

রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে একটি যাত্রীবাহী বাস থেকে রোহিঙ্গা নাগরিক পাঁচ নারী ও তিন পুরুষকে আটক করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলার পদ্মার মোড় থেকে সাতক্ষীরাগামী ঈগল পরিবহনের বাস থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, নুর কলেমা, মিনারা বেগম, জহুরা, খুসনামা বেগম, রাশিদা, রশিদ উল্লাহ, কামাল ও মীর জাফর।

গোয়ালন্দ ঘাট থানার ওসি রবিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-খুলনা মহাসড়কের পদ্মার মোড় এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী ঈগল পরিহনের একটি বাসে তল্লাশি চালিয়ে রোহিঙ্গা নাগরিক পাঁচ নারী ও তিন পুরুষকে আটক করা হয়। তাদের দাবি তারা বেনাপোল যাচ্ছিল। আটকদের মধ্যে রশিদউল্লাহ কিছুটা বাংলা বলতে পারেন। তিনিই সবাইকে গাইড করছিলেন।

পরবর্তী পদক্ষেপের জন্য বিষয়টি পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং রোহিঙ্গা ক্যাম্পে যোগাযোগ করা হয়েছে বলেও জানান ওসি।

Exit mobile version