Site icon Jamuna Television

ইনজুরিতে তামিম ইকবাল, খেলছেন না জাতীয় লিগে

আবারও ইনজুরিতে পড়েছেন তামিম ইকবাল। মঙ্গলবার অনুশীলনের সময় পাঁজরে ব্যাথা পান এই ড্যাশিং এই ওপেনার।

প্রথমে ব্যাথা না থাকায় গতকাল নেটে ব্যাটও করেন তিনি। এরপর বিকেলে ব্যাথা অনুভব হওয়ায় স্ক্যান করা হলে চোট ধরা পড়ে। এক সপ্তাহের মত সময়ে লেগে যাবে তার সেরে উঠতে। খেলতে পারছেন না জাতীয় লিগে দ্বিতীয় রাউন্ডের ম্যাচ। তার ইনজুরির কারণে ভারত সফরের জন্য টি-টোয়েন্টি দল দিতে বিলম্ব হতে পারে বিসিবির। তবে অপেক্ষা করবেন নির্বাচকরা।

Exit mobile version