Site icon Jamuna Television

দুই পুলিশ সদস্যকে পেটালো ইউপি মেম্বার

গাজীপুরের শ্রীপুরে পুলিশের দুই কনস্টেবলকে পেটানোর দায়ে মতিউর রহমান নামে এক ইউপি সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গতরাতে উপজেলার চকপাড়া এলাকা থেকে মাওনা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড মেম্বার ও তার সহযোগী হুমায়ূনকে পুলিশ গ্রেফতার করে।

এর আগে রাতে দায়িত্ব পালন করতে গেলে দুই পুলিশ সদস্যকে ওই মেম্বারের নেতৃত্বে পেটানো হয় বলে পুলিশ জানায়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করেছে।

শ্রীপুর থানার ওসি লিয়াকত আলী জানান, রাতে দায়িত্ব পালন করার সময় বাকবিতণ্ডার এক পর্যায়ে মতি মেম্বার ও তার লোকজন দুই কনস্টেবলের ওপর হামলা চালায়। এ ঘটনায় আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

Exit mobile version