Site icon Jamuna Television

মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ, চাচা গ্রেফতার

নোয়াখালী প্রতিনধি
নোয়াখালীর চাটখিল উপজেলার বদলকোর্ট ইউনিয়নে এক মাদ্রাসা ছাত্রী (১২) কে ধর্ষণের অভিযোগে সেলিম (৬০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত সেলিম ভিকটিমের বাবার চাচাতো ভাই।

বৃহস্পতিবার দুপুরে অভিযুক্ত সেলিমকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ ও আদালতে ভিকটিমের জবানবন্দী রেকর্ড করা হয়েছে। গ্রেপ্তারকৃত সেলিম বদলকোর্ট ২নং ওয়ার্ড মেঘা গ্রামের পাটোয়ারী বাড়ির আব্দুল খালেকের ছেলে।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত রবিবার দুপুরে পরিবারের লোকজন পাশ্ববর্তী বাড়ীতে ধান রোদে দেওয়ার জন্য যাওয়ায় স্থানীয় বদলকোর্ট মহিলা মাদ্রাসার ছাত্রী (১২) তাদের ঘরে একা ছিলো। এ সুযোগে ভিকটিমের বাবার চাচাতো ভাই সেলিম ওই ছাত্রীকে ধর্ষণ করে।

ভিকটিমের বাবা মাসুদ আলম অভিযোগ করে বলেন, ঘটনার পর থেকে সেলিম ও তার ছেলে আরাফাতসহ কয়েকজন তাদের হুমকি দিয়ে আসছে। তাই ভয়ে তিনি এতদিন মামলা করতে পারেন নি।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Exit mobile version