Site icon Jamuna Television

বাংলাদেশিদের জন্য চেন্নাইয়ে ডেপুটি হাইকমিশনের অফিস খোলা হবে: রিভা গাঙ্গুলি

ভারতে চিকিৎসা সেবা নিতে যাওয়া বাংলাদেশিদের জন্য চেন্নাইয়ে ডেপুটি হাইকমিশনের অফিস খোলা হবে। এমন আশ্বাস দিয়েছেন ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাশ।

তিনি জানান, প্রতিবেশীদের মধ্যে বাংলাদেশকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্ধু মনে করে ভারত। তাই এদেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে পাশে থাকার প্রত্যয় জানান তিনি।

সকালে রাজধানীর জাতীয় আর্থপেডিক হাসপাতাল-ও ভারতীয় হাইকমিশনারের উদ্যোগে কৃত্রিম পা সংযোজন ক্যাম্পের উদ্বোধনে অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মাহত্মা গান্ধীর ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ সেবা কার্যক্রমে চলবে ৪ নভেম্বর পর্যন্ত। বিনামূল্যে ৫০০টি কৃত্রিম পা সংযোজন করা হবে। কৃত্রিম পা সংযোজন এই উদ্যোগে খুশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নিম্নআয়ের পা হারানো মানুষেরা।

Exit mobile version