Site icon Jamuna Television

রোগীবাহী অ্যাম্বুলেন্সে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দুইজনের দেহ ছিন্নভিন্ন

চট্টগ্রামের আনোয়ারায় অ্যাম্বুলেন্সে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই জন নিহত ও অপর চারজন আহত হয়েছে। নিহতদের মধ্যে একজন নারী ও অপরজন পুরুষ। বৃহস্পতিবার বিকাল তিনটার দিকে চাতুরী চৌমুহনী এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, অ্যাম্বুলেন্সটি রোগী নিয়ে বাঁশখালী থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছিল। চৌমুহনী এলাকায় শশী কমিউনিটি সেন্টারের সামনে বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরণ হয়। এসময় নিহত দুইজনের দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। ঘটনাস্থল থেকে আহত চারজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় এলাকাবাসী। তবে হতাহতদের পরিচয় এখনও পর্যন্ত নিশ্চিত হতে পারেনি পুলিশ।

Exit mobile version