Site icon Jamuna Television

পিরোজপুরে ডেঙ্গুতে রিক্সা চালকের মৃত্যু

পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের মঠবাড়িয়ায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বাবুল হাওলাদার (৩৪) নামের একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এক সন্তানের জনক বাবুল হাওলাদার উপজেলার দক্ষিণ মিঠাখালী গ্রামের রশিদ হাওলাদারের ছেলে।

জানা যায়, রিক্সা চালক বাবুল হাওলাদার গত রবিবার জ্বরে অসুস্থ হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা করে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে বলে জানান। চিকিৎসায় কিছুটা সুস্থ হয়ে বাবুল গত বুধবার বাড়িতে চলে যান।
ওই দিন রাতেই আবার অসুস্থ হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

কর্তব্যরত চিকিৎসক ডেঙ্গু আক্রন্ত বাবুল হাওলাদারকে দ্রুত বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে তিনি মারা যান।

Exit mobile version