Site icon Jamuna Television

১২ গণমাধ্যম ও মানবাধিকার কর্মীর বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন

অনিয়ম-দুর্নীতির সংবাদ প্রচারের জেরে ১২ গণমাধ্যম ও মানবাধিকার কর্মীর বিরুদ্ধে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার মানহানির মামলার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন হয়েছে।

দুপুরে সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে গণমাধ্যম কর্মীরা প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে। এতে অংশ নেয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পিআইও নুরুন্নবী সরকারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অসংখ্য অভিযোগ থাকলেও, তার বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় ক্ষোভ জানান বক্তারা।

বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে যখন সারা দেশে শুদ্ধি অভিযান চলছে, তখন দুর্নীতির সংবাদ প্রচারের জন্য গণমাধ্যমকর্মীদের বিরুদ্ধে সরকারি কর্মকর্তার মামলা করার ঘটনা উদ্বেগজনক। অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন সুন্দরগঞ্জ উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম, পৌর মেয়র আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতারা।

Exit mobile version