Site icon Jamuna Television

হবিগঞ্জে কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ

হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জ সদর উপজেলার কালনী গ্রামে মুতি মিয়া (৬০) নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত কৃষক ওই গ্রামের মৃত শুকুর মিয়ার ছেলে।

বৃহস্পতিবার রাত ৯টায় কালনী গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, নিহত মুতি মিয়ার সাথে একই গ্রামের নইম উল্ল্যাহর ছেলে ফুল মিয়া ও নুর মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় নিহত মুতি মিয়ার বাকপ্রতিবন্ধি এক ছেলেকে গালাগাল করে প্রতিপক্ষের লোকজন। পরে এর কারণ জানতে চাইলে মুতি মিয়ার উপর ফুল মিয়ার লোকজন চড়াও হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে মুতি মিয়াকে বেধড়ক মারপিটের অভিযোগ করে নিহতের স্বজনরা। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ দেবাশীষ রায় জানান, মুতি মিয়াকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। ময়না তদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Exit mobile version