Site icon Jamuna Television

মাদক সম্রাট এল চাপ্পো গুজম্যানের ছেলেকে আটক

মেক্সিকোর মাদক সম্রাট এল চাপ্পো গুজম্যানের ছেলেকে আটক করেছে দেশটির পুলিশ। বৃহস্পতিবার অভিডিও গুজম্যানকে আটকের পর ছড়িয়ে পড়ে চরম সহিংসতা।

এল চাপ্পোর নিজের শহর কুলিয়াক্যান সহ আশপাশের শহরগুলোয় তাণ্ডব চালিয়েছে এল চাপ্পোর অনুসারী চোরাকারবারীরা। ট্রাকে করে বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে পেট্রোল স্টেশন ও বেশ কয়েকটি গাড়িতে আগুন লাগিয়ে দেয় তারা । ভাঙচুর করে দোকানপাট সহ বিভিন্ন স্থাপনা। আতঙ্কিত বাসিন্দারা অফিস-আদালত, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়। চরম অস্থিতিশীল হয়ে ওঠে পরিস্থিতি। অস্থিরতার সুযোগে অনেক কয়েদি জেল থেকে পালিয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

কর্তৃপক্ষ কারও মৃত্যুর খবর নিশ্চিত না করলেও প্রচারিত বিভিন্ন ভিডিওতে বেশ কয়েকজনকে রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। টানা কয়েক ঘণ্টা সংঘাতের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে নিরাপত্তা বাহিনী।

Exit mobile version