Site icon Jamuna Television

ফুটপাত দখলকারিদের ছাড় দেয়া হবে না: মেয়র

ফুটপাত দখলকারিদের ছাড় দেয়া হবে না। দখলমুক্ত করতে বেশকিছু পদক্ষেপ নিচ্ছে উত্তর সিটি কর্পোরেশন, জানিয়েছেন উত্তরের মেয়র আতিকুল ইসলাম।

সকালে হাতিরঝিলে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল আয়োজিত ‘রান ফর ব্রেকিং ড্রাগ ম্যারাথন’ শেষে তিনি একথা জানান।

মেয়র বলেন, মাদক ও সন্ত্রাস থেকে রাষ্ট্রকে রক্ষা করতে হলে তরুণ-তরুণীদের এ ধরনের কার্যক্রমে সম্পৃক্ত করতে হবে।

ব্যক্তিজীবনে মাদকের অপকারিতা, পরিবার ও রাষ্ট্রের ওপর প্রভাবের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই ম্যারাথনে অংশ নেন।

Exit mobile version