Site icon Jamuna Television

শাহ আমানত বিমানবন্দরে ১৩০ স্বর্ণের বারসহ যাত্রী আটক

চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে ১৩০টি স্বর্ণের বারসহ এক যাত্রীকে আটক করেছে সিভিল এভিয়েশন ও কাস্টমস কর্তৃপক্ষ।

সকাল সাড়ে ৮টার দিকে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে করে আসেন ওই যাত্রী।

কর্তৃপক্ষ জানায়, তার গতিবিধি সন্দেহজনক মনে হলে ব্যাগে তল্লাশি চালানো হয়। এসময় চার্জার লাইটের মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১৩০টি স্বর্ণের বার জব্দ করেন কাস্টমস কর্তৃপক্ষ। তল্লাশির সময় তার কাছ থেকে ১২টি মোবাইল ফোনও উদ্ধার করা হয়।

Exit mobile version