Site icon Jamuna Television

মেয়ের আবদার মেটাতে এ কোন ‌’বেশ’ সালাহর?

হালের ফুটবল বিশ্বের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এ দুজনের পরই ফুটবলে সুপারস্টার হিসেবে যার নাম উচ্চারিত হয়,তিনি মোহামেদ সালাহ।এর বাইরেও তার বড় পরিচয় একজন সৎ যোগ্য স্নেহপরায়ণ বাবা ও স্বামী।

গেল বুধবার ছিল সালাহর একমাত্র মেয়ে মক্কার জন্মদিন। আদরের রাজকন্যার জন্মদিনে কেক কাটেন, উপহার দেন মিসরীয় ফরোয়ার্ড। ফুল, বেলুন আর আলোকসজ্জা দিয়ে ঘরও সাজানো হয়।

এতেও মন ভরেনি মক্কার। অগত্যা মেয়েকে খুশি করতে নতুন সাজে হাজির হন সালাহ। তার সেই রূপ দেখলে যে কেউ অবাক হবেন-এ নিয়ে কোনো সংশয় নেই। মেয়ের পছন্দের কার্টুন চলচ্চিত্র ‘মোয়ানার’ প্রধান চরিত্র ‘মাউই’ সেজে সবাইকে চমকে দেন লিভারপুল প্রাণভ্রমরা।

সোশ্যাল মিডিয়ায় এরই মধ্যে ভাইরাল হয়ে গেছে সালাহর এ নতুন রূপ। গাছের সবুজ পাতার স্কার্ট এবং ফুলের মালা পরে থাকতে দেখা গেছে তাকে। স্বভাবতই তা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে বেশ সাড়া ফেলেছে।

গেল মৌসুমে প্রিমিয়ার লিগে সর্বোচ্চ গোলদাতা ছিলেন সালাহ। এবারও তার নৈপুণ্যে উল্কার গতিতে ছুটছে লিভারপুল। এখন পর্যন্ত টেবিল টপার অলরেডরা।

Exit mobile version