Site icon Jamuna Television

শেখ রাসেলের জন্মদিনে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিতরণ

শেখ রাসেলের ৫৫-তম জন্মদিন উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিতরণ করেছে বাংলাদেশ ছাত্রলীগ।

আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ছাত্রলীগের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন।

এসময় আয়োজনকারীরা বলেন, বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ পাঠের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের নায্য অধিকার আদায় ও ন্যায়ের পক্ষে আপোষহীন থাকার শক্তি ও প্রেরণা পাবে।

সর্বোপরি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেয়ার ক্ষেত্রে এই গ্রন্থটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Exit mobile version