Site icon Jamuna Television

তেঁতুলিয়ায় অজ্ঞাত ব্যক্তির গলা কাটা লাশ উদ্ধার

শুক্রবার পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার তিরনই বর্মতলা এলাকায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মস্তক বিহীন গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানায়, শুক্রবার সকাল আনুমানিক ৮ টার দিকে স্থানীয় কয়েকজন ব্যক্তি তেঁতুলিয়া উপজেলার তিরনই বর্ম্মতলা এলাকার স্লুইস গেটে মাছ ধরতে গেলে সেখানে বস্তায় মোড়ানো একটি জিনিষ দেখতে পায়। এরপর কৌতুহল বশতঃ তারা বস্তাটির মুখ খুললে সেখানে একটি মস্তক বিহীন একটি মৃত দেহ দেখতে পায়। এরপর তারা তেঁতুলিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে এখন পর্যন্ত পুলিশ মৃত দেহটি সনাক্ত করতে পারেনি।

এ ব্যাপারে পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নাইমূর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তাৎক্ষণিকভাবে হত্যার কোন কারণ জানা যায়নি । একই সঙ্গে লাশের পরিচয়ও সনাক্ত করা সম্ভব হয়নি। লাশ পোষ্টমর্টেম এর জন্য পঞ্চগড় মর্গে প্রেরণ করা হয়েছে।

Exit mobile version