Site icon Jamuna Television

৯ দিনে তেতুলিয়া নদীতে ৪৪ জনকে কারাদণ্ড, ৪লাখ মিটার জাল জব্দ

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীতে মা ইলিশ রক্ষায় গত ৯ দিনে তেতুলিয়া নদীতে প্রায় ২৭০ কেজি ইলিশ মাছ সহ ৪৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং ১৮ জনকে ৭৬ হাজার টাকা অর্থদন্ডে প্রদান করেছে বাউফল উপজেলা প্রশাসন।

বাউফল উপজেলা নির্বাহী অফিসার পিজুষ চন্দ্র দে জানান, ৯ অক্টোবর থেকে ১৭ অক্টোবর সন্ধ্যা পর্যন্ত ১৪ টি মোবাইল কোর্ট পরিচালনা করে ৪৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং ১৮ জনকে ৭৬ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়৷ এছাড়াও প্রায় ৪ লাখ মিটার জাল ও প্রায় ২৭০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়৷ জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং মাছ বিভিন্ন এতিমখানা ও স্থানীয় দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়৷

অভিযানে উপজেলা মৎস্য দপ্তর, বাউফল; নৌ-পুলিশ, কালাইয়া এবং কোস্ট গার্ড, ভোলা বেইজ সার্বিক সহযোগিতা করেন৷

এছাড়া এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন এর নেতৃত্বে রাতের পর সকালের অভিযান চলমান রয়েছে৷

Exit mobile version