Site icon Jamuna Television

৭৫ ভাগ অক্ষম যকৃত নিয়েই হাসপাতাল ছাড়লেন অমিতাভ

৭৫ ভাগ অক্ষম যকৃত নিয়েই মুম্বাইয়ের নানাবতী হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন। যকৃতের সমস্যাসহ নিয়মিত ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। তিন দিন পর তাকে বাড়ি যাওয়ার অনুমতি দিলেন চিকিৎসকরা। সূত্র: এনডিটিভি।

৭৭ বছর বয়সী এই প্রবীণ অভিনেতা কিছু স্বাস্থ্যজনিত সমস্যা নিয়ে হাসপাতালে নয়মিত পরীক্ষা নিরীক্ষা করাতে গিয়েছিলেন। অমিতাভ আগেই জানিয়েছিলেন যে তার যকৃতের কেবল ২৫ শতাংশই কার্যক্ষম এবং বৃহৎ অংশটি ২০ বছর আগে রক্ত ​​সঞ্চালনের ত্রুটির ফলে পরে ক্ষতিগ্রস্ত হয়। ১৯৮৩ সালে কুলি ছবির শ্যুটিং চলাকালীন তিনি গুরুতর আহত হয়েছিলেন।

হাসপাতালে ভর্তি থাকা অবস্থাতেও সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয় ছিলেন বিগ বি! করবা চৌথ উপলক্ষে স্ত্রী জয়া বচ্চনের জন্য দু’টি পোস্ট শেয়ার করেছেন অমিতাভ। একটিতে তিনি জয়ার একটি পুরনো ছবি পোস্ট করেছেন সুন্দর ক্যাপশনসহ এবং অন্যটিতে তিনি নিজের এবং জয়া বচ্চনের একটি ছবি পোস্ট করেছেন।

Exit mobile version