Site icon Jamuna Television

রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় সিএনজি চালক নিহত

রাজধানীর রায়েরবাগে পিকআপ ভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার এক চালক নিহত হয়েছেন। চালকের নাম মোহাম্মদ আলী।

আজ রোববার ভোর ৬ টার দিকে এ ঘটনা ঘটে। মৃত মোহাম্মাদ আলীর বাড়ি বাড়ি শরীয়তপুরের ভেদেরগঞ্জে। ঢাকায় থাকতেন কদমতলীর মিরাজনগরে।

জানা গেছে ভোরে তিনি অটোরিকশা নিয়ে বের হন। রায়েরবাগ বাসস্ট্যান্ডে রাস্তা পার হওয়ার সময় একটি পিকআপ ভ্যানের ধাক্কায় তিনি আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

Exit mobile version