Site icon Jamuna Television

কক্সবাজারে পৃথক দুই বন্দুকযুদ্ধে তিনজন নিহত

কক্সবাজারের টেকনাফে কথিত বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, নিহতরা মাদক ব্যবসায়ী।

বিজিবির ভাষ্য, মিয়ানমার থেকে ইয়াবার চালান আসছে-এমন সংবাদের ভিত্তিতে রাতে নাফ নদীর জোড়া এলাকায় অভিযান চালানো হয়। এসময় বিজিবিকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে মাদক কারবারীরা। আত্মরক্ষায় বিজিবিও গুলি চালায়। দু’পক্ষের চলা বন্দুকযুদ্ধের এক পর্যায়ে নিহত হয় রহিম উদ্দিন নামে একজন। জব্দ করা হয় ৬০ হাজার পিছ ইয়াবা ও দেশিয় অস্ত্র।

এদিকে, ভোরে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ রোডের মহেশখালী পাড়ায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে আজিজ নামে একজন নিহত হয়েছে।

Exit mobile version