Site icon Jamuna Television

ফেসবুক আইডি নিয়ে বিতর্ক: ঢাবিতে ছাত্রদল নেতাকর্মীদের ওপর হামলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। আজ রোববার দুপুর সোয়া ১২টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এতে ছাত্রদলের ৬/৭ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফেসবুকে ছাত্রদল সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের নামে পরিচালিত একটি ফেসবুক আইডির ‘বায়ো’তে বঙ্গবন্ধু হত্যা নিয়ে ধৃষ্টতাপূর্ণ কথা লিখে রাখা বিষয়ে নিয়ে সংবাদ সম্মেলন করছিল মুক্তিযোদ্ধা মঞ্চ। এসময় সেখানে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী হাজির হলে তাদের ওপর ওই হামলার ঘটনা ঘটে।

সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা মঞ্চ ক্যাম্পাসে অবাঞ্চিত ঘোষণা করে ছাত্রদলকে।

ছাত্রদলের আহতদের মধ্যে, মামুন খান, শাহজাহান শাওন, তারেক হাসান মামুন এবং নাইম হাসানের নাম জানা গেছে।

আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতাল এবং বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।

Exit mobile version