Site icon Jamuna Television

ঢাবি ‘ক’ ইউনিটে সেরা ৩

পরীক্ষা অনুষ্ঠিত হবার প্রায় একমাস পর প্রকাশিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল। এবছর ‘ক’ ইউনিটে সমন্বিতভাবে পাসের হার মোট পরীক্ষার্থীর ১৩.০৫ শতাংশ।

এবার ‘ক’ ইউনিটে প্রথম হয়েছেন মো. ইশরাক আহসান। তার মোট প্রাপ্ত নম্বর ১৭৮। তিনি রাজধানীর নটরডেম কলেজের ছাত্র।

জিপিএর ভিত্তিতে ৮০ নম্বরের মধ্যে ইশরাকের মোট নম্বর ৮০। এছাড়া ভর্তি পরীক্ষায় এমসিকিউতে ৭৫-এর মধ্যে ৬৭.৫০ পেয়েছেন তিনি। আর লিখিত পরীক্ষায় ৪৫-এর মধ্যে পেয়েছেন ৩০.৫০। এমসিকিউ ও লিখিত পরীক্ষায় তার মোট নম্বর ৯৮।

‘ক’ ইউনিটে দ্বিতীয় হয়েছেন আসিফ আজাদ। তার মোট প্রাপ্ত নম্বর ১৭৭.২৫।

জিপিএর ভিত্তিতে ৮০ নম্বরের মধ্যে আসিফের মোট নম্বর ৮০। এছাড়া ভর্তি পরীক্ষায় এমসিকিউতে ৭৫-এর মধ্যে ৬৬ পেয়েছেন তিনি। আর লিখিত পরীক্ষায় ৪৫-এর মধ্যে পেয়েছেন ৩১.২৫। এমসিকিউ ও লিখিত পরীক্ষায় তার মোট নম্বর ৯৭.২৫।

তৃতীয় হয়েছেন সাত্তিক ইসলাম রিদম। তার মোট প্রাপ্ত নম্বর ১৭৭.২৫।

জিপিএর ভিত্তিতে ৮০ নম্বরের মধ্যে আসিফের মোট নম্বর ৮০। এছাড়া ভর্তি পরীক্ষায় এমসিকিউতে ৭৫-এর মধ্যে ৫৯.৭৫ পেয়েছেন তিনি। আর লিখিত পরীক্ষায় ৪৫-এর মধ্যে পেয়েছেন ৩৭.৫০। এমসিকিউ ও লিখিত পরীক্ষায় তার মোট নম্বর ৯৭.২৫।

Exit mobile version