Site icon Jamuna Television

ঘুষ নেয়ার অভিযোগে ডিআইজি প্রিজন বজলুর রশীদ গ্রেফতার

কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কোটি টাকা ঘুষ লেনদেনের অভিযোগে ডিআইজি প্রিজন বজলুর রশীদকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। রোববার দুপুরে দুদক পরিচালক মো. ইউসুফের নেতৃত্বে একটি টিম তাকে গ্রেফতার করে বলে জানা গেছে।

রোববার ১১টা থেকে তাকে দুদক কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এসময় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘুষ লেনেদনের প্রাথমিক সত্যতা পান মামলার তদন্ত কর্মকর্তা। এরই পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়। অভিযোগ আছে, এসএ কুরিয়ারের মাধ্যমে অবৈধভাবে উপার্জিত কোটি কোটি টাকা পাঠিয়েছেন কারা অধিদপ্তরের এই কর্মকর্তা। এজন্য স্ত্রী রাজ্জাকুন্নাহারের নামে নতুন সিম কিনে, সেটিকে ব্যবহার করেছেন তিনি।

রোববার রশীদের স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করেছে দুদক। মামলার তদন্ত কর্মকর্তা জানান, কারাগারগুলোতে নানা অনিয়মের নেপথ্যে কাজ করে কিছু কর্মকর্তার এমন অপকর্ম।

Exit mobile version