Site icon Jamuna Television

ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক বরখাস্ত

পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীর কলাপাড়ায় কাংকুনিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির এক ছাত্রীসহ একাধিক শিশুকে যৌন হয়রানির ঘটনায় অভিযুক্ত প্রধান শিক্ষক আবু সালেহ মোহাম্মদ ঈছাকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ছাইয়াদুজ্জামান অতি সম্প্রতি এক চিঠিতে কাংকুনিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সালেহ মোহাম্মদ ঈছাকে চাকরি থেকে বরখাস্তের অফিস আদেশ দিয়েছেন। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ১২ (১) মোতাবেক এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য ১৬ সেপ্টেম্বর দুপুরে প্রধান শিক্ষক তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানি করেন। বিষয়টি ফাঁস হয়ে গেলে একাধিক ছাত্রীসহ অভিভাবকরা আরও অভিযোগ আনেন। ১৭ সেপ্টেম্বর স্কুল প্রাঙ্গনে অভিভাবকরা এর প্রতিবাদে বিক্ষোভ করেন। এর প্রেক্ষিতে তদন্ত স্বাপেক্ষ ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়।

Exit mobile version