Site icon Jamuna Television

ফরিদপুরে হত্যা মামলায় ৪ জনের ফাঁসি

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গা থানার মুদি ব্যবসায়ী বিকাশ সাহা (৪৪) হত্যা মামলার রায়ে ৪ জনের ফাঁসির আদেশ দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২নং আদালতের বিচারক কামরুন্নাহার বেগম। রবিবার বিকেলে ৪ আসামির মধ্যে ৩ জনের উপস্থিতিতে এ রায় ঘোষণা করা হয়।

সাজাপ্রাপ্তরা হলেন, আলামিন সেক (২০), স্বপন মুন্সি (২৬), মোঃ নাহিদ সেক (২৪), আয়নাল সেক (২৬)। এদের সকলের বাড়ি ভাঙ্গা উপজেলা চৌধুরী কান্দা সদরদি গ্রামে। এদের মধ্যে আলমিন সেক পলাতক রয়েছে।

আদালতের অতিরিক্ত (পিপি) এম এ সালাম জানান, ২০১৭ সালের ৩০ মার্চ রাত ১০টা ২৪ মিনিটের সময় ফরিদপুরের ভাঙ্গা বাজার হতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় আসামিরা তাকে চৌধুরী কান্দা সদরদি এলাকায় তার বাড়ির অদূরে একটি বাশঁ ঝোপের ভিতর নিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। এ ঘটনায় ৩১ মার্চ নিহতের ভাই উত্তম কুমার সাহা বাদি হয়ে ভাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে হত্যার সাথে জড়িত থাকার বিষয়টি সন্দেহাতীতভাবে প্রামাণিত হওয়ায় ৪ জনকে মৃত্যুদন্ড ও প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করেন বিচারক।

Exit mobile version